গত ৬ নভেম্বর, ২০২১,শনিবার, সারা দেশের ন্যায় বগুড়া জেলার শেরপুর উপজেলা সমবায় অফিস এর আয়োজনে ৫০ তম জাতীয় সমবায় দিবস/২০২১ যথাযোগ্য মর্যাদা ও আনুষ্ঠানিকতার মাধ্যমে উদযাপন করা হয়। পূর্বনির্ধারিত সময় সূচী অনুযায়ী সকাল ৯.০০ ঘটিকায় সমবায়ীগণ উপস্থিত হন। প্রধান অতিথী ও বিশেষ অতিথী মহোদয়ের উপস্থিতিতে সকাল ৯.৩০ টায় জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হাবিবর রহমান, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ৪০ বগুড়া-০৫,
( শেরপুর-ধুনট ) নির্বাচনী এলাকা ও জনাব মোঃ ময়নুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, শেরপুর, বগুড়া। এবং সমবায় পতাকা উত্তোলন করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার, সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ, শেরপুর উপজেলা শাখা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দ্বয় এবং শেরপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি, বিশিষ্ট সমবায়ী জনাব আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম তালুকদার পতাকা উত্তোলন শেষে অতপর ১০.০০ টায় পবিত্র ধর্ম গ্রন্থ থেকে কোরআন ও গীতা পাঠের মাধ্যমে “বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ ময়নুল ইসলাম। প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হাবিবর রহমান.মাননীয় সংসদ সদস্য-৪০, বগুড়া -০৫, সভায় উপস্থিত থাকেন। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। জানাব আলহাজ্ব মোঃ শাহ্ জামাল সিরাজী, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, শেরপুর, বগুড়া অনুষ্ঠানের শুরুতে সমবায় বিভাগের সার্বিক কর্মকান্ড সমবায়ের সফলতা, প্রতিপাদ্য বিষয় “বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন” বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার, শেরপুর, বগুড়া। আলোচনা শেষে শ্রেষ্ঠ সমবায়ী এবং শ্রেষ্ঠ সমবায় সমিতির মধ্যে ক্রেষ্ট প্রদান করা হয় ও উপস্থিত সকলকে আপ্যায়িত করা হয় । অত্র সমবায় দিবস পালনের মাধ্যমে অত্র উপজেলায় সমবায়ীদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা অনেক বৃদ্ধি পেয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস